চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর থানার দরিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ অসীম ওরফে মমিনুল (১৯) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫’র রেলওয়ে কলোনি ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার দুপুরে র্যাব-৫’র পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব-৫’র গণমাধ্যম শাখার কর্মকর্তা এএসপি খালেদা বেগম জানান, সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদরের দরিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে অসীম ওরফে মমিনুলকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এএসপি খালেদা জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে গোমস্তাপুরে অভিযান চালানোর সময় র্যাবের ওপর হামলার কথা স্বীকার করেছেন মোমিনুল। তবে ওই হামলার ঘটনায় আরও ৮-১০ জন জড়িত ছিল বলে জানিয়েছে সে। বর্তমানে তাদের আটকের চেষ্টা চলছে।
এ বিষয়ে মোমিনুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে রাজশাহী র্যাব সদর দপ্তরে রাখা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
মোমিনুল গোমস্তাপুরের নিমতলা গ্রামের আনারুল ইসলামের ছেলে।
(ওএস/পিবি/জুন ১৬, ২০১৫)