নিউজ ডেস্ক : মাথাব্যাথাকে অনেকেই হালকা করে দেখেন। কিন্তু মাথাব্যাথাকে হালকা করে দেখা উচিত নয়। একদিন দু’দিন একটু ব্যাথা হলো, সেরে গেলো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি প্রায়ই মাথাব্যাথা হয় তবে অবশ্যই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখতে হবে।

মাথাব্যাথার হাজার রকমের কারণ আছে। মানসিক কারণে, অর্থাৎ টেনশন বা মানসিক চাপ থেকে যেমন মাথা ব্যাথা হতে পারে। তেমনি, শরীরের হাজার রকমের সমস্যার কারণেও মাথাব্যাথা হয়ে থাকে।
ভাবছেন ডাক্তারের কাছে যাবেন কিনা! অবশ্যই। দেরি না করে প্রথমেই ডাক্তারের সাথে দেখা করবেন। মাথা ব্যাথা ধরন অনেক সময় চোখের সমস্যার জন্য হয়। চোখের সমস্যার কারণে যেকোনো ধরনের মাথা ব্যাথা হতে পারে।
যদি চোখে কোনো সমস্যা ধরা না পরে, তবে মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন। চোখের সমস্যার বাইরে, মাথা ব্যাথার ধরন থেকে দু’টো বিষয় অনুমান করা যায়। হয়, টেনশন বা এনজাইটির কারণে অথবা মাইগ্রেনের মাথাব্যাথা।
টেনশন বা মানসিক চাপের জন্য যে মাথাব্যাথা হয়, তার নাম ‘টেনশান হেডেক’। টেনশন হেডেক হলে, পিছনের কারণ বের করে প্রয়োজন মতো ওষুধ ও রিলাক্সেশন থেরাপি নিলেই মাথাব্যাথা কমে যাবে। যদি মাইগ্রেন হয়, তবে ওষুধের চিকিৎসার পাশাপাশি বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে।
তবে যে কারণেই ব্যাথা হোক, একজন ডাক্তারের সাথে দেখা করে মাথাব্যাথার কারণ জেনে নিন এবং পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন।

(ওএস/এএস/মে ১৮, ২০১৪)