মোদির বিজয়ে আওয়ামী লীগ নার্ভাস হয়ে পড়েছে
স্টাফ রিপোর্টার : ভারতের জাতীয় নির্বাচনের ফলাফলে বিজেপির বিপুল বিজয়ে বিএনপি উচ্ছ্বসিত নয় বরং আওয়ামী লীগই নার্ভাস হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ নেতাদের ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, আপনারা নার্ভাস হয়েছেন কেন? ভয় পেয়েছেন? লোকসভা নির্বাচন বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করে নরেন্দ্র মোদির বিজেপির নেতৃত্বে এনডিএ জোট সরকার গঠন করতে যাচ্ছে।
ফলাফলের পর থেকেই বিএনপি নেতাদের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মাদিকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যও শুরু হয়েছে।গতকাল শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যারা বিজেপির বিজয়ে উল্লসিত তারা আহাম্মক ছাড়া আর কিছুই না।
(ওএস/এটিআর/মে ১৮, ২০১৪)