স্টফ রিপোর্টার : চারটি হত্যা মামলাসহ আট মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ।

রবিবার ঢাকা মহানগর হাকিম আদালতে তিনি আত্মসমর্পণ করেন।

মামলাগুলোর মধ্যে তিনটি যাত্রাবাড়ী, দুটি রমনা থানার। এছাড়া ডেমরা, শ্যামপুর ও শাহবাগ থানার একটি করে মামলা রয়েছে।

বেলা সাড়ে ১১টা থেকে একাধিক ম্যাজিস্ট্রেট আদালতে মামলাগুলোর শুনানির কথা রয়েছে।

উল্লেখ্য এসব মামলায় গত ৮ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রবিবার আদালতে আত্মসমর্পণ করেন।

গত বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে সরকার বিরোধী আন্দোলনের সময় গাড়ি পোড়ানো, পুলিশের কর্তব্য কাজে বাধা, যাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় এ মামলা গুলো দায়ের করা হয়েছিল।

(ওএস/এইচআর/মে ১৮, ২০১৪)