মংলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
মংলা (বাগেরহাট) প্রতিনিধি : শত কোটি জনের অপার স্বপ্ন একটি বিশ্ব, করি না নিঃস্ব’ শ্লোগানে মংলায় বিশ্ব পরিবেশ দিবস ২০১৫ পালিত হয়েছে। শুক্রবার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা পৃথক র্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার মধ্যদিয়ে দিবসটি পালন করেছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন, কারিতাস, রূপান্তর, সার্ভিস বাংলাদেশ ও কোডেক’র সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং একই সাথে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ আলী প্রিন্স।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আবুল কালাম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ। এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক মাহবুবুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের পার্থ প্রতীম দাস, সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন প্রমূখ। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে।
এছাড়া সকাল ১১ টায় নারিকেলতলায় গঠন সমাজ কল্যান সংস্থার ক্লিনিং প্রোজেক্ট’র আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গঠন’র নির্বাহি পরিচালক সুশান্ত রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র মংলার সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ। আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর মল্লিক ও অপূর্ব রায় প্রমুখ। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালী নারিকেলতলা বাজার প্রদক্ষিণ করে।
(জেএইচ/এএস/জুন ০৫, ২০১৫)