নওগাঁ প্রতিনিধি : শুক্রবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নওগাঁ জেলা স্কুলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেডি স্কুলে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি হিসাবে র‌্যালীটির উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ এনামুল হক। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও নবাগত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম। পরে নওগাঁ কেডি স্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে জেলার পোরশা উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিন শামীমের নেতৃত্বে একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।

(বিএম/এএস/জুন ০৫, ২০১৫)