ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যানকে সর্বহারা দলের হুমকি
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে সর্বহারা সংগঠন ‘জনযুদ্ধের’ নামে হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে। বুধবার দুপুরে কয়েকদফা হুমকি প্রদান করে বলা হয়, ২০ হাজার টাকা চাঁদা না দিলে পরিনতি ভালো হবে না।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানায় দুটি ডায়রী করা হয়েছে। জানাগেছে, দুপুর আড়াইটার দিকে ০১৯৮৪৯৩৩৪৪০ নাম্বার থেকে ‘জনযুদ্ধ’ সংগঠনের পরিচয় দিয়ে সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের কাছে চাঁদা দাবী করা হয়। পরবর্তীতে সন্ধ্যা ৭.২১ মিনিটে আরো দুটি নাম্বার ০১৭২১৪৯১৯৪৩/০১৭৯৮৪৯৩৩৪৪৬ নম্বর থেকে ফের চাঁদার দাবি করে হুমকি দেয়া হয়। হুমকির ঘটনায় কোতয়ালী থানায় দুটি জিডি করা হয়েছে।
(এসডি/পিবি/জুন ০৪,২০১৫)