স্টাফ রিপোর্টার : রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনীতে ওয়াসার পরিত্যক্ত পাইপের ভেতরে পরে শিশু জিহাদের (৩) মৃত্যুর ঘটনায় অধিকতর তদন্তে গোয়েন্দা পুলিশকে (ডিবি) আদেশ নিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে মামলার বাদী শিশু জিহাদের বাবা নাসির উদ্দিনের করা আবেদনক্রমে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের জিআরও আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বেলা ৩টার দিকে শিশু জিহাদ পাইপের মধ্যে পড়ে গেলে মিডিয়ার মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে দেশব্যাপি আলোড়ন সৃষ্টি হয়। রাতভর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ব্যর্থ হয়। পরদিন দুপুরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান শিশুটি পাইপে নেই বলে ঘোষণা দিয়ে উদ্ধার অভিযান স্থগিত করেন। এরপর শিশুটিকে উদ্ধারে কাজ করেন জনৈক মজিদ, লিটু ও আনোয়ার। তাদের তৈরি একটি ক্যাচারের মাধ্যমে জিহাদকে টেনে তোলা হয়।
(ওএস/পিবি/জুন ০৪,২০১৫)