মেধা তালিকায় টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় দশম স্থান অর্জন করেছে
টাঙ্গাইল প্রতিনিধি : এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যে ধারাবাহিকতা ধরে রেখেছে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়। এবছর ঢাকা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় দশম স্থান অর্জন করেছে। সফলতার এখবর ছড়িয়ে পড়লে পরীক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে এসে ভীড় করে। তারা একে অপরকে জড়িয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে। প্রত্যাশিত ভালো ফলাফল অর্জন করায় তারা দারুন খুশী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, ২০১৪ সালের এসএসসি পরিক্ষায় এ বিদ্যালয় হতে ৩৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৩৪জন জিপিএ ৫ পেয়েছে। ঢাকা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় স্কুলটি দশম স্থান অর্জন করেছে।
(এনইউ/অ/মে ১৭, ২০১৪)