ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা-খুলনা বিশ্বরোড সংলগ্ন কান্দী গ্রামে এক দরিদ্র কৃষকের বসত ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে এলাকার একটি প্রভাবশালী চক্র।

ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে কান্দী গ্রামের বিশ্বরোডের পাশে প্রায় ২০ বছর ধরে ঘর তুলে বসবাস করে আসছেন দরিদ্র কৃষক আবুল বাসার তালুকদার। গত শনিবার সকাল ৯ টায় একই গ্রামের হারুনর রশিদ তার পাশ্ববর্তী ভাঙ্গা উপজেলার কিছু আত্মীয় স্বজন মিলে আবুল বাসারের বসতঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়।

আবুল বাশার তালুকদার কান্নাজড়িত কন্ঠে বলেন,“আমি একজন দরিদ্র কৃষক ২০ বছর ধরে বিশ্বরোডের পাশে ঘর তুলে বসবাস করে আসছি, শনিবার সকাল ৯ টার দিকে ১৫ থেকে ২০ জনের মত লোক এসে আমার বাড়ীঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়ে চলে যায়”। তার বাড়ীঘর কারা গুড়িয়ে দিয়েছেন হারুনার রশিদের লোকজন। বাড়ীঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়ায় বর্তমানে আবুল বাশারের পরিবার খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছেন । মেইলে ছবি সংযুক্ত



(এসডি/এসসি/মে৩১,২০১৫)