স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্লবী কাফরুল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর মাকসুদুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বিদেশে মানবপাচার করে আসছিল। অভিযানে দুইজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৬টায় র‌্যাব-৪ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে, বলেন মাকসুদুল আলম।

(ওএস/এএস/মে ৩১, ২০১৫)