ফরিদপুর প্রতিনিধি : দীর্ঘ একযুগেরও পরে ফরিদপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা কমিটির সভাপতি হিসাবে নিশান মাহমুদ শামীম, সহ সভাপতি- মোজাম্মেল হোসেন মোজা, সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক-আশরাফুল ইসলাম রুবেল ও সাংগঠনিক সম্পাদক- মো. ইমামুল আজমের নাম ঘোষণা করা হয়।

এদিকে, নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ফুল দিয়ে বরন করে নেন কমিটির সদস্যদের।

এ সময় উপস্থিত ছিলেন শহর যুবলীগের সভাপতি সাজ্জাদ হোসেন বরকত, সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, সদ্য বিদায়ী ছাত্রলীগর সভাপতি মনিরুজ্জামান মনির, ফাহাদ বিন ওয়াজেদ ফাইন প্রমুখ।

নবনির্বাচিত জেলা কমিটির সভাপতি নিশান মাহমুদ শামীম জানান, আমরা খুব দ্রুতই একটি পূনাঙ্গ কমিটি আপনাদের উপহার দেব।

(এসডি/এএস/মে ২৯, ২০১৫)