ময়মনসিংহ প্রতিনিধি : জেলার মুক্তাগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শনিবার বেলা ১২টায় দিনব্যাপী উপজেলা ডিজিটাল মেলার উদ্বোধন করা হয় ।

উপজেলা প্রশাসন এর আয়োজনে মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি সালাহ্উদ্দিন আহমেদ (মুক্তি) সংসদ সদস্য ময়মনসিংহ -৫ ও সদস্য তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি । উপজেলা নির্বাহী অফিসার বাবুল মিয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জাকারিয়া হারুন, মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান এবং বক্তব্য রাখেন ,পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল হাসান ।

মেলায় ৩০টি স্টল অংশ নেয় ।

(এমডি/জেএ/মে ১৭, ২০১৪)