ফরিদপুরে যুবতি খুন
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাবুর কাইচাইল গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তদের হাতে এক যুবতি খুন হয়েছে। বুধবার সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। নিহত যুবতি হচ্ছে বাবুর কাইচইল গ্রামের মৃত মহিউদ্দীন শেখের মেয়ে সাগরিকা (১৮)।
নিহত সাগরিকার মা শেফালী বেগম বলেন ‘আমি হতদরিদ্র মানুষ অভাবের কারনে মানুষের বাড়ীতে বাড়ীতে ঝি এর কাজ করি, মঙ্গলবার রাতে আমার দুই ছেলে ও মেয়ে সাগরিকাকে রেখে কাজ করতে যাই। আমার এক ছেলে রাত্রে মাছ ধরতে গেলে ছোট ছেলে এবং মেয়ে বাড়ীতে ছিল। রাতের কোন এক সময় ঘরের দরজা ভেঙ্গে আমার মেয়েকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, আমি আমার মেয়ে হত্যার বিচার চাই’। নিহত সাগরিকার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সন্তান হারানো মায়ের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। নগরকান্দা থানার ওসি আফছারউদ্দীন জানান, এ ঘটনায় নিহত সাগরিকার মা শেফালী বেগম বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেছেন। আমরা খুব আন্তরিকতার সহিত ব্যাপারটি দেখছি।
(এসডি/পিবি/মে ২৮,২০১৫)