পিরোজপুরে স্কুলছাত্র অপহৃত
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে হৃদি নামে এক স্কুল ছাত্রকে অপহরণ করা হয়েছে। তাকে ছেড়ে দিতে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের জনতা সিনেমা হলের সামনে হৃদির মাথায় আঘাত করে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় অপহরণকারীরা।সন্ধ্যা ৭ টার দিকে অপহরনকারীরা তার মা চিনু আক্তারের মোবাইলে ফোন করে তার ছেলেকে অপহরণের কথা জানান এবং ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে তারা রাত ৯ টার দিকে অপহরণকারীদের দেওয়া ৩টি বিকাশ নম্বরে পর্যায়ক্রমে ১০ বারে ১ লক্ষ ৯৮ হাজার টাকা পাঠায়। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরণকারীরা হৃদ্বিকে মুক্তি দেয়নি।
অপহৃত হৃদ্বির বাসা পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ রোডে। তার বাবা দুলাল একজন ঠিকাদার এবং মা সরকারি চাকুরী করেন।
হৃদ্বির মা চিনু আক্তার জানান, শনিবার তার এসএসসির রেজাল্ট দেওয়ার কথা থাকলে বন্ধুদের সাথে দেখা করতে সে বিকেলে বাসা থেকে বের হলে তাকে অপহরণ করা হয়।
পিরোজপুরের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান জানান, হৃদ্বিকে উদ্ধারের চেষ্টা চলছে।
(ওএস/এইচআর/মে ১৭, ২০১৪)