ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৭টি দোকান ভষ্মিভূত
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের ঈশান গোপালপুর বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান ভষ্মিভূত হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে ক্যারেন্টের শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে কোন কিছু বোঝার আগেই সেমি পাকা ঘর গুলো পুড়ে শেষ হয়ে গেছে। রাত দেড়টার সময় ফরিদপুর শহর থেকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সাভির্সের সিনিয়র ষ্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত হয়েছিলো কারেন্টের শর্ট শার্কিট থেকে। ৭টি দোকান ঘড় পুড়ে গেছে ক্ষয়ক্ষতি পরিমান ৮লক্ষ টাকার মতো হবে।
দোকান মালিক রবিন্দ নাথ কর্মকার জানান, আমার এই মার্কেটে ৪টি দোকান ছাড়া অন্য কিছুই নেই এখন আমি কি করব, আমার ক্ষতি হয়েছে ৬ লাখ টাকার। আমি নিজে একটি দোকান করতাম আর বাকি ৩টি দোকান ভাড়া দিয়ে কোন মতে সংসার পরিজন নিয়ে চলতাম আমি শেষ হয়ে গেছি ভাই।
সুবল কর্মকার জানান, এই একটি দোকান আমার সব ছিলো সেটিও পুড়ে গিয়ে আমার সব শেষ হয়ে গেছে। লেথ মেশিন দোকানদার মতিয়ার জানান, ভাই আমার জমিজমা কিছুই নেয় এই একটি লেথ মেশিন ছাড়া এখন আমি কি করে খাব আপনারা আমায় বলে দেন।
(এসডি/এএস/মে ২৬, ২০১৫)