চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পাগলা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো-শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকার নাজিম উদ্দিনের ছেলে অনিক (২) এবং একই এলাকার সোহেল রানার ছেলে রিয়াদ হোসেন (দেড়)।
এলাকাবাসী জানায়, সোমবার সকাল ৮টার দিকে কানসাট ইউনিয়নের বাজার এলাকার রিয়াদ ও অনিক বাড়ির পাশে পাগলা নদীর স্লুইচ গেট এলাকায় খেলা করছিল। এ সময় পা পিছলে তারা নদীতে পড়ে যায়।
এলাকাবাসীর সহায়তায় পরিবারের লোকজন তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশু দু’টিকে মৃত্যু ঘোষণা করেন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তড়িৎ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
(ওএস/পিবি/ মে ২৫, ২০১৫)