পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি : দেশের দক্ষিণাঞ্চলে পরিবহন মালিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবিতে ফরিদপুরের মধুখালীতে মানববন্ধন করেছে ‘নাগরিক সমাজ’।
রবিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ধর্মঘট প্রত্যাহার করতে পরিবহন মালিক নেতাদের আল্টিমেটাম দেয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার সোহাগ পরিবহনের চালক ও তার সহকারীর বিচার বাধাগ্রস্ত করতে অযৌক্তিকভাকে ধর্মঘট ডাকা হয়েছে। অবিলম্বে বাস চালু না করলে ভবিষ্যতে সোহাগ পরিবহনকে ফরিদপুরের উপর দিয়ে চলতে দেয়া হবে না বলে বক্তারা জানান।
তারা দাবি করে বলেন, সোহাগসহ কয়েকটি পরিবহনের স্টাফরা নৈশকোচে বিভিন্ন সময়ে ডাকাতির সঙ্গে জড়িত ছিল। ডাকাতদের পক্ষে ডাকা এই ধর্মঘটে অহেতুক ভোগান্তিতে ফেলা হচ্ছে যাত্রীসাধারণকে। জনগণকে জিম্মি করে নিজেদের স্টাফদের ছাড়িয়ে নেওয়ার দাবি অনৈতিক ও বেআইনি উল্লেখ করে তারা ডাকাতির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন- নাগরিক সমাজের আহ্বায়ক মির্জা মনিরুজ্জামান বাচ্চু, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মধুখালী উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্যা, নাগরিক সমাজের নেতা মনোজ সাহা, রেজাউল করিম বকু, মালেক সিকদার ও মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।
(ওএস/অ/মে ২৪, ২০১৫)