ফরিদপুর প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণধিকৃত নেত্রী বেগম খালেদা জিয়া ফরিদপুরে অবাঞ্ছিত। দেশপ্রেমিক ছাত্র ও যুবসমাজ সন্ত্রাসের মদদদাতা এই নেত্রীকে এ অঞ্চলে প্রতিহত করবে।

তিনি বলেন, আগুনে মানুষ পুড়িয়ে মারার দল বিএনপিকে ফরিদপুরের রাস্তায় নামতে দেওয়া হবে না। ফরিদপুরে বিএনপি জামায়াতের ভাত নাই।

রবিবার ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ছাত্রলীগ গত ১৫ বছরে ফরিদপুরে সমাবেশের মুখ দেখে নাই। নেতৃত্বের অভাবে বলিষ্ঠ ভুমিকা রাখতে পারে নাই তারা। এবার নতুন করে ফরিদপুর ছাত্রলীগের যাত্রা শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, ছাত্রলীগের জন্ম রাজপথে। কোনো বেড রুম বা ড্রয়িং রুমে নয়।

সমাবেশ উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এএইচএম বদিউজ্জামান সোহাগ। জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ডা. মোহাম্মাদ হাবিবে মিল্লাত এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি ও ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।

সমাবেশ থেকে ফরিদপুর কোতয়ালী, শহর, রাজেন্দ্র কলেজ, ইয়াছিন কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের নতুন কমিটির শীর্ষ নেতাদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি। তিনি আগামী ২ দিনের মধ্যে ফরিদপুর জেলা কমিটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা দেবেন বলে জানান।

(ওএস/অ/মে ২৪, ২০১৫)