ফরিদপুরে ৩৭০জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা পরিষদের পক্ষ হতে ৩৭০জন এসএসসি ও এইচএসসি পাশকৃত ছাত্রছাত্রীদের মধ্যে ১৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১১টায় কবি জসিম উদ্দিন হলে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন ৩৭০জন ছাত্রছাত্রীদের প্রতিজনের হাতে ৩ হাজার টাকার এ চেক তুলে দেন।
ফরিদপুর জেলা পরিষদের প্রধান নিবার্হী মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের এমপি ডাঃ মোহাম্মাদ হাবিবে মিল্লাত, জেলা পরিষদের প্রশাসক জায়নুল আবেদীন, ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো জামিল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহোতেশাম হোসেন বাবরসহ প্রমুখ।
এছাড়াও ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে রাজন্দ্রে বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছিলো। দুপুর ১টায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ এর উদ্বোধন করেন। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের এমপি ডাঃ মোহাম্মাদ হাবিবে মিল্লাত, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সহ সম্পাদক কেন্দ্রীয় উপ-কমিটি আওয়ামীলীগের লিয়াকত শিকদার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহোতেশাম হোসেন বাবরসহ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও জেলার নেতৃবৃন্দ।
(এসডি/এএস/মে ২৪, ২০১৫)