হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জের কোদালিয়া নদীতে নৌকা ডুবে মা ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছেন।

নিহতরা হলেন, জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মীরেরহাটি গ্রামের আক্কাছ আলীর স্ত্রী মকসুদা আক্তার (৫৫) ও তার ছেলে এরশাদ আলী (২২) ও শিবপাশা গ্রামের জাহেদা খাতুন (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় প্রচণ্ড ঝড়ের সময় নিহতরা একটি ধানের খোলা থেকে আশ্রয়ের জন্য কোদালিয়া নদীতে বাঁধা অবস্থায় একটি ইঞ্চিনচালিত নৌকায় আশ্রয় নেয়। প্রচণ্ড ঝড়ে নৌকাটি ডুবে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়মুর বখত চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(ওএস/এস/মে ১৬, ২০১৪)