ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই: ফখরুল
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক চাই। যে সম্পর্ক দু’দেশের ব্যবসা-বাণিজ্যকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) আয়োজনে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৩৮তম বার্ষিকী উপলক্ষ্যে ‘ভারতের অব্যাহত পানি আগ্রাসন: আমাদের করণীয়’শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “ভারতের সঙ্গে আমরা বৈরী সম্পর্ক চাই না। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বের। ভারতের জনগণ তাদের পছন্দসই দলকে বেছে নিয়েছে। আশা করি ভারত-বাংলাদেশের মধ্যে যেসব সমস্যা রয়েছে নতুন নির্বাচিত সরকার তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”
(ওএস/এস/মে ১৬, ২০১৪)