ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি : শনিবার ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে ভাঙ্গা উপজেলা রোভারস্কাউটের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে এ অধিবেশন দুপুর দেড়টা পর্যন্ত চলে। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর  হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডল।

সভায় ভাঙ্গা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার স্কাউট লিডার ও প্রতিষ্ঠান প্রধানগণ অংশগ্রহণ করেন। অধিবেশন শেষে পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন সভাপতি, সাইদুর রহমান বাবু সম্পাদক, সহিদুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
(এএস/পিবি/মে ২৩,২০১৫)