সালথায় প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন
ফরিদপুর প্রতিনিধি :বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদপুরের সালথা উপজেলা শাখা নির্বাচনে সভাপতি আখতারুজ্জামান, সাধারন সম্পাদক রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল শুক্রবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এ নির্বাচনে অপর প্রতিদ্বন্দী গ্রুপের প্রার্থীরা মনোনয়ন-পত্র প্রত্যাহার করে নেওয়ায় সমিতির ৩৫ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচন কমিশন গোলাম রহমান ও নজরুল ইসলাম ।
নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সামচুল আলম, সহ-সভাপতি খাদিজা আক্তার রিনা, দেব শঙ্কর ব্যানার্জী ও মিজানুর রহমান। সিনিয়র যুগ্ন সম্পাদক এ কেএম শরিফুল ইসলাম, যুগ্ন সম্পাদক রেহেনা পারভিন, মোঃ মনিরুজ্জামান, রিক্তা আক্তার ও শফিকুল ইসলাম। মহিলা সম্পাদক খাদিজা পারভিন, অর্থ সম্পাদক সঞ্জয় কুমার, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, ধর্ম সম্পাদক মোঃ শাহজাহান শেখ, শিক্ষা সম্পাদক মোঃ রকিবুজ্জামান,
সাহিত্য সম্পাদক সামচুল হক, সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক অলোক কুমার নাগ, যোগাযোগ সম্পাদক মোঃ আইয়ুব আলী, প্রচার সম্পাদক ফজলুল্লাহ আল আজাদ, সমাজ কল্যান সম্পাদক মোঃ আকরাম হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ রুহুল আমীন, আইন বিষয়ক সম্পাদক আবুল বাসার, প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন সম্পাদক মোঃ আমানুর রশিদ, সমবায় সম্পাদক মুহাম্মাদ খলিলুর রহমান, কাব স্কাউটিং সম্পাদক রেজাউল ইসলাম, কল্যান ট্রাষ্ট বিষয়ক সম্পাদক আজিুর রহমান, সদস্য পদে রোকসানা আক্তার, রেহেনা পারভিন, সালমা সুলতানা, আবু বক্কার ছিদ্দিকী, ওহিদুজ্জামান, মোঃ নওশাদ আলী ও বিমল চন্দ্র সরকারও বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
(এসডি/এসসি/মে২২,২০১৫)