বোয়ালমারী থানার ওসিকে ক্লোজড
ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরের বোয়ালমারী উপজেলাবাসীর বিভিন্ন অভিযোগের পরিপেক্ষিতে অবশেষে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিশ্বাসকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তিনি বিভিন্ন অপকর্ম, ঘুষ বাণিজ্যসহ অনৈতিক কাজকর্মে জড়িয়ে পড়েছিলেন। গত বৃহস্পতিবার তাকে প্রত্যাহার করে নেয়া হয় ঢাকা ডিআইজি অফিসে।
এলাকাবাসীর দাবির মুখে স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুর রহমানের সুপারিশে তাকে তাৎক্ষনিক ভাবে প্রত্যাহার করে ঢাকা ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। ওসি মোহাম্মদ আলী বিশ্বাস ২০১৪ সালের ১০ জুলাই বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে যোগ দেন। যোগদানের পর থেকে এলাকার নিরীহ মানুষকে গ্রেপ্তার করে মোটা অংকের টাকা ঘুষ গ্রহণসহ প্রকাশ্য জুয়া খেলা চালু করাসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন জানান, অনিয়ম ও দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্যর সুপারিশে তাকে প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে ওসি মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
(এসডি/এসসি/মে২২,২০১৫)