চাঁপাইনবাবগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগুবি এলাকার একটি আমবাগান থেকে নাসরিন (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়। নাসরিন একই গ্রামের বেলালের মেয়ে।
পুলিশ বাংলানিউজকে জানায়, সকাল সাড়ে ৮টার দিকে এলাকার আম বাগানের একটি গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মেয়েটির মৃতদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
পরে বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃতদেহটির পা মাটির সঙ্গে লাগোয়াভাবে ছিল। তাকে ধর্ষণের পর বা পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মঈনুল ইসলাম জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।
(ওএস/এএস/মে ২১, ২০১৫)