নারায়ণগঞ্জ প্রতিনিধি : বুধবার দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের টানবাজারে আল-জয়নাল প্লাজায় আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে চারটার পরে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি এসে ভবনটির আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভবনটির বাসিন্দা হৃদয় সাহা, অর্ক সাহার সাথে কথা বলে জানা যায়, রাত ৩টার দিকে বিকট শব্দ শুনতে পান তারা। এরপর সম্পূর্ণ ভবনটি ঘন কালো ধোয়ায় ভরে যায়। আগুনের প্রচন্ড তাপে ভবনের মানুষেরা নিজ নিজ ঘরের বারান্দায় আশ্রয় নেয়। তারা বলেন, ১৬ তলা ভবনটির ৭ম তলার বিদ্যুতের মিটার ঘরে আগুনের সূত্রপাত ঘটে।

নারায়ণগঞ্জ থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত। তিনি বলেন, ভবনটির বিদ্যুত সংযোগ এখন সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রয়েছে। কেউ হতাহত না হলেও যদি এই আগুন দীর্ঘস্থায়ী হত তাহলে এই অগ্নিকান্ডে হতাহতের সংখ্যা হতে পারত তিন শতাধিকেরও বেশী। তিনি আরও বলেন, বিদ্যুতের তার বেয়ে আগুন উপরের দিকে উঠে প্রতি তলার মিটার ঘরে ছড়িয়ে পড়ে।

(ওএস/অ/মে ২১, ২০১৫)