ফরিদপুর প্রতিনিধি : বেসরকারী উন্নয়ন সংস্থা শরিয়তপুর ডেভলপমেন্ট সোসাইটির আয়োজনে ফরিদপুর সদর উপজেলার চারটি উচ্চ বিদ্যালয়ে কিশোরী মেয়েদের নিয়ে এক কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, এসডিএস এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, বিএফএফ এর নির্বাহী পরিচালক আ.ন.ম. ফজলুল হক সাব্বির, বিএসডিএস এর নির্বাহী পরিচালক মোঃ আয়নাল হক, এসডিএস এর সদর উপজেলার প্রোগ্রাম অফিসার বাল্যবিবাহ প্রকল্প সানজিদা খাতুন ও প্রোগ্রাম অফিসার আবু আলম।

সমাবেশে কানাইপুর, লস্কারকান্দি, বায়তুল আমান আদর্শ একাডেমী ও ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয়ের কিশোরী মেয়েরা মার্শাল আর্টস, ফুটবল প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, গান পরিবেশন করেন।

সমাবেশ শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

(এসডি/পিএস/মে ২০, ২০১৫)