আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র আহসান হাবিব কামালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার বিকেল মেসার্স আলিফা এন্টাপ্রাইজের স্বত্তাধিকারী রফিউল ইসলাম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন।

এ মামলায় অপর দুই অভিযুক্তরা হলেন, সিটি কর্পেরেশনের ভারপ্রাপ্ত প্রধান নিবার্হী কর্মকর্তা কে.এম. নুরুল ইসলাম এবং সাবেক প্রধান নিবার্হী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল অফিসকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী রফিউল ইসলাম জানান, গত ১৬ মার্চ স্মারকের মাধ্যমে নগরীর সড়ক, ড্রেন, বৈদ্যুতিক বাতি প্রকল্প বাবদ ৫৩ লাখ ২০ হাজার টাকার দরপত্র আহবান করে সিটি কর্পোরেশন। এক্ষেত্রে নিয়ম রয়েছে পত্রিকার প্রকাশ বা কর্পোরেশনের নিজস্ব ওয়েব সাইটেও প্রকাশ করতে হবে। এনিয়ম বাড়তি সুবিধা বা মেয়রের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার জন্য উপেক্ষিত হয়। এতে করে কোন ঠিকাদার এই দরপত্রে অংশগ্রহণ করতে পরেননি। ওই কাজ থেকে সিটি মেয়র আহসান হাবিব কামাল ৫৩ লাখ টাকা আত্মসাত করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।


(টিবি/এসসি/মে২০,২০১৫)