স্পোর্টস ডেস্ক : গুজব রটেছিল, শিঘ্রই বিয়ে করতে যাচ্ছেন পেসার রুবেল হোসেন। যদিও সোমবার বিকালে ফেসবুকে নিজের পেজে এক স্ট্যাটাস দিয়ে প্রথমবারের মত এই নিয়ে মুখ খুললেন জাতীয় দলের এই তারকা।

বিয়ের গুজব উড়িয়ে দিয়ে স্ট্যাটাসে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আমাকে নিয়ে ও আমার পরিবার কে নিয়ে বিভিন্ন ফেইক নিউজ করা হচ্ছে এবং গুজব ছড়ানো হচ্ছে যে আমি নাকি শীঘ্রই বিয়ে করছি! আমার শুভাকাঙ্ক্ষী সকলের কাছে অনুরোধ এসব নিউজ বিশ্বাস না করার জন্য। আর যারা এসব মিথ্যা নিউজ তৈরি করছেন তাদের কাছে অনুরোধ এসব করে আমাকে মানসিক ভাবে বিপর্যস্ত করার ব্যর্থ চেষ্টা না করার জন্য। সবাই দোয়া করবেন, ধন্যবাদ।’

(ওএস/এএস/মে ১৯, ২০১৫)