ফরিদপুরে ইয়াবাসহ আটক ১
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর র্যাব ৮এর একটি দল রবিবার বিকাল সাড়ে চারটার সময় নগরকান্দা উপজেলার লেংড়ার মোড় থেকে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৪৫০০/-টাকা, ২টি মোবাইল সেট ও ২টি সীমসহ মাদক ব্যবসায়ী মোঃ মহসীন মন্ডল(৩৮)কে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান এর নেতৃত্বে তাকে ঘেরাও করে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ মহসীন মন্ডল, পিতা-ওসমান মন্ডল, সাং-পূর্ব আউলিয়াবাদ, থানা-কোতয়ালী, জেলা-ফরিপুর বলে জানায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সম্পর্কে আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয়ভাবে জানাযায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। র্যাব জানায়, আটককৃত মোঃ মহসীন মন্ডলের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
(এসডি/পিবি/মে ১৮,২০১৫)