ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের শহরতলীর মামুদপুর এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক রমজান সেক (৩০) নিহত হয়েছে।
পুলিশ জানায়, আজ রবিবার সকাল ৮টার দিকে নগরকান্দা উপজেলার দোলারডাঙ্গী গ্রাম থেকে রমজান সেক একটি মোটরসাইকেল নিয়ে শহরতলীর মামুদপুরে অবস্থিত গ্রাসরুট্স কলেজে আসছিলো। সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থালে এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা সোনার পালকি নামের একটি লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থালেই রমজান সেক নিহত হয়। দুর্ঘটনার পর লোকাল বাসটি রাস্তার পাশ্ববর্তী স্থানে পড়ে যায়। সড়ক দুর্ঘটনার পর পরই কিছু সময়ের জন্য মহা-সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রমজান সেক গ্রাসরুট্স কলেজ অব টেকনোলজির টেক্সটাইল বিভাগের সপ্তম সেমিষ্টারের ছাত্র ছিল। তার পিতার নাম ইছাহাক সেক।
(এসডি/এএস/মে ১৭, ২০১৫)