ফরিদপুরে কমিটি ওয়াচগ্রুপ সভা অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি : যৌন হয়রানি নির্মূলকরণে সোচ্চার আমরা- এই শ্লোগানকে সামনে রেখে মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচির আয়োজনে কমিটি ওয়াচগ্রুপের সভা বৃহস্পতিবার দুপুরে ঈশান বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভদ কুমার বিশ্বাসের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাসিন এর নির্বাহী পরিচালক নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, আবু সুফিয়ান চৌধুরী কুশল, শহর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক সায়েদুন নাহার পান্না, প্রমেজনিন এর সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট মিতু দেবনাথ, সেক্টর স্পেশালিষ্ট মেরুনা আকতার, ব্র্যাক মানব সম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক রোখসানা ইউনুস, লুবনা নাজনীন, মেহেবী আকতার, লাকি আক্তারসহ প্রমুখ।
(এসডি/পি/মে ১৪,২০১৫)