ক্ষমা চাইলেন যুবলীগ নেতা
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় সাংবাদিকদের কাছে অবশেষে ক্ষমা চাইলেন যুবলীগ নেতা বাদল হোসেন। গত বৃহস্পতিবার বিকালে সালথা প্রেসক্লাব সভাপতির ব্যাক্তিগত কার্যালয় এক আলোচনায় তিনি এই ক্ষমা চান।
এ সময় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ব্যাক্তিগত কর্মকর্তা শহিদুল ইসলাম খান সোহাগ, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্যা, সহ-সভাপতি আবু নাসের হুসাইন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে সালথা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দুর্নীতি বিরোধী এক বিক্ষোভ মিছিল থেকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন দৈনিক বাঙ্গালী খবর ও আমার ফরিদপুর অনলাইনের সালথা প্রতিনিধি আবু নাসের হুসাইন এবং দৈনিক ইত্তেফাক-এর সালথা সংবাদদাতা নুরুল ইসলামকে লাঞ্ছিত করে। উক্ত ঘটনার নিউজটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রচার হয় বৃহস্পতিবার খুব জোরেশোরে।
(এসডি/পি/মে ১৪, ২০১৫)