জেনে নিন শুক্রবারের রাশিফল
মেষ (মার্চ ২১ - এপ্রিল ১৯): আজকের দিনে খাওয়া দাওয়ায় কিছুটা সমস্যার মুখে পড়বেন। বেশি আবেগে আজ ভেসে যেতে পারেন। মন খুবই নরম থাকবে, কাদামাটির মতো তাই যে কেউ আপনাকে দিয়ে যেকোনো কাজ করিয়ে নিতে পারে। সাবধান!
বৃষ (এপ্রিল ২০ - মে ২০): সমূহ সম্ভাবনার দিন সামনে আসছে... আপাতত নিজেকে দূরে রাখুন মানসিক চাপের কাজ থেকে। বাণিজ্যের ক্ষেত্রে আগের মতই যাবে দিনটি। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আগামী সাপ্তাহটা খুবই শুভ।
মিথুন (মে ২১ - জুন ২০): দ্রুত সামাল দিন ঘটে যাওয়া সমস্যা। অর্থ আজ হাত ফসকে বের হয়ে যাবে। শিক্ষানবিশ চাকরিজীবীদের জন্য সুখবর আসছে। অবস্থার পরিবর্তন মনে যে বৈরী প্রভাব ফেলে যাচ্ছিল তা আজ প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
কর্কট (জুন২১ - জুলাই২২): দূরত্ব কমিয়ে ফেলুন বন্ধুদের সঙ্গে। বন্ধুদের মধ্য থেকে কেউ পূর্বসূত্র ধরে আপনাকে প্রশ্নবাণে ঘায়েল করতে চাইবে, সব খোলাসা করে দিন, মুক্ত হয়ে যান, বন্দিদশা থেকে। ভ্রমণের জন্য আজকের দিনটি উপযুক্ত।
সিংহ (জুলাই ২৩ - আগস্ট ২২): সিংহের মতো আজ গর্জে উঠতে পারে আপনার বিবেকবোধ। সামান্যতম অন্যায়ও আপনি আজ মেনে নিতে পারবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা আপনাকে মুগ্ধ করে দিবে। প্রিয় মানুষটির জন্য আজ কিছুটা হলেও মন ভার হয়ে থাকবে।
কন্যা (আগস্ট ২৩ - সেপ্টেম্বর ২২): অবস্থান পরিবর্তন সুনিশ্চিত। নিজেকে প্রস্তুত করে নিন। প্রত্যাশা অনুযায়ী সব হবে না, তবুও আপনাকে স্বপ্ন দেখতে হবে... কাউকে ভীষণভাবে স্মরণে আসবে। মুগ্ধতা নিয়ে শেষ হবে দিন। অর্থনৈতিক সমস্যা আগের চেয়ে কিছুটা ভালো থাকবে। দূর পাহাড়ের ডাক আপনাকে ভ্রমণে বের হতে সাহায্য করবে।
তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২): দিনের শুরুটা বেশ ভালোই কাটবে হাসি আর আনন্দে। বাড়িতে নতুন বউয়ের কদর বাড়বে। সকল কাজেই সাফল্যের মুখ দেখবেন আজ। আর ব্যবসায়িদের জন্যও দিনটি শুভ। বহির্দেশীয় বাণিজ্যে মুনাফা বৃদ্ধি পাবে। কর্মস্থলে পদোন্নতির আভাস পেতে পারেন। পরিবারের কারো সাফল্যে গর্বিত হতে পারেন।
বৃশ্চিক (অক্টোবর ২৩ – নভেম্বর ২১): কিছু বুঝে ওঠার আগেই সমস্যায় আক্রান্ত হচ্ছেন আপনি। যে সমস্যার সমাধাণ আপনার হতে নেই তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করাই ভালো। সমস্যার মুখোমুখি হলে নিজের সততার জায়গা থেকে মোকাবেলা করবেন। অফিসের পরিবেশ কিছুটা থমথমে থাকলেও নিজের কাজ গুছিয়ে নিন। দিনের মাঝামাঝি গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে। বেশি করে পানি খান এবং একটু হাঁটাহাটি করুন। ব্যবসায়িরা শেয়ারবাজারের দিকে নজর রাখুন।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): টাকা পয়সার ব্যাপারে চিন্তা করবেন না। দুপুর নাগাদ কিছু অর্থপ্রাপ্তি হতে পারে। আর বেকারদের আজকের দিনেও কোনো আশার আলো নেই। চারদিকে ছাটাইয়ের সমারোহে বেকাররা হতাশ হতেই পারেন। আর এখনই সময় নিজের সৃজনশীলতা আর কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের জন্য কিছু করা। হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে। কোনো আত্মীয়ার প্রেমে পড়তে পারেন। তবে সাধু সাবধান!
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): সামান্য বাধা এলেও সব কাজেই সাফল্যের মুখ দেখবেন। ব্যবসায় বিনিয়োগ বাড়াবেন না। গবেষক এবং বিজ্ঞানীদের সুনাম বৃদ্ধি হতে পারে। উদরাময় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হওয়াই ভালো। সন্তানদের মধ্যে একজন অঘটন ঘটাতে পারে। সেক্ষেত্রে দেখেশুনে এবং বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করুন। প্রেমিকার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকবে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): কুম্ভ রাশির ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ। বিশ্ববিদ্যালয়ে নৈশকালীন কোনো কোর্সে ভর্তি হতে পারেন আজ। শুধু তাই নয় কর্মস্থলে পরিবর্তনের ছোয়া লাগবে। বেতন সংক্রান্ত জটিলতা কাটিয়ে ভালো পরিবেশ ফিরে আসবে প্রতিষ্ঠানে। নিজের পরিকল্পনা আর মেধাকে কাজে লাগানোর এখনই সময়। বিদেশ গমনের সুযোগ পেতে পারেন। গ্রহ বলছে এই রাশির জাতিকারা মেয়েলি রোগে আক্রান্ত হতে পারেন।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): অবৈধ আয় বাড়ার সমূহ সম্ভাবনা। তবে আপনি যদি ব্যক্তি হিসেবে সৎ হয়ে থাকেন তবে পরিশ্রম বহির্ভূত আয়ের ক্ষেত্রে সতর্ক হবেন। অবৈধ কোনোকিছুই শেষমেষ ভালো ফল দেয় না। ঘরে বাইরে শান্তি বিরাজ করবে। হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাবে, তবে সন্ধ্যে নাগাদ বন্ধুর সঙ্গে কোনো একটা সমস্যা সমাধানে মেধা খাটাতে হবে। সদা সতর্ক থাকুন এবং চোখ কান খোলা রাখুন। আপনার পায়ে পায়ে শত্রু।