‘র্যাব বিলুপ্তি নিয়ে খালেদা জিয়া ও এইচআরডব্লিউর বক্তব্য সম্পূর্ণ মিল’
স্টাফ রির্পোটার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বক্তব্যে মিল খুঁজে পেয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘র্যাব বিলুপ্তি নিয়ে খালেদা জিয়া ও এইচআরডব্লিউর বক্তব্য সম্পূর্ণ মিল। আমাদের বুঝতে হবে এসব সংগঠন কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।’
আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় কামরুল এ মন্তব্য করেন। ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভা সফল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগ এই বর্ধিত সভার আয়োজন করে।
কামরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে একটি ঘটনা ঘটার পর র্যাব ও প্রশাসনের কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে কেন এসব মন্তব্য। আসলে বাংলাদেশের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল বুধবার দেওয়া এক খোলা চিঠিতে র্যাব ভেঙে দেওয়ার আহ্বান জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। চিঠিতে র্যাব সম্পর্কে বলা হয়, ‘একটি গণতান্ত্রিক দেশে খুনে বাহিনীর (ডেথ স্কোয়াড) স্থান নেই৷ এর আগে ১১ মে এক অনুষ্ঠানে র্যাব বাতিলের দাবি তোলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেনসাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাংসদ কামাল আহমেদ মজুমদার প্রমুখ।
(ওএস/এএস/মে ১৫, ২০১৪)