স্টাফ রিপোর্টার : রাজধানীর বিমানবন্দর এলাকায় আব্দুর রাজ্জাক কাজী (৪২) নামে এক চালককে অচেতন করে সিএনজি চালিত অটোরিকশা লুট করেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৬ মে) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

রাজ্জাক রাজধানীর বাসাবো রাজারবাগ এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।

তার স্ত্রী মমতাজ জানান, প্রতিদিনের মতো সকালে বাসাবো এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় রাজ্জাক। সন্ধ্যা ৬টার দিকে তিনি সংবাদ পান বিমানবন্দর এলাকায় আসকোনা হাজী ক্যাম্পের পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি। পরে রাজ্জাককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আস‍া হয়।

তবে রাজ্জাকের অটোরিকশাটি পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।

(ওএস/অ/মে ০৬, ২০১৫)