টাঙ্গাইল প্রতিনিধি : ৬ পর্যায়ের উপজেলা নির্বাচনে আগামী ১৯ মে টাঙ্গাইলের বাসাইল উপজেলার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধের পরপরই এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। প্রধান দুই রাজনৈতিক শক্তি আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীদের মধ্যে তীব্র ভোটের লড়াই শুরু হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা এখন ব্যস্ত নির্বাচনী প্রচারে। নাওয়া-খাওয়া হারাম করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট লড়াইয়ে জিততে প্রার্থীর সমর্থকরা পুরো উপজেলার পাড়া মহল্লায়, চা দোকান, হোটেল, পথপ্রান্তর, বাড়িঘর, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র পোষ্টারের সাজ লেগেছে সবখানে। চলছে সভা সমাবেশ, উঠান বৈঠকসহ নির্বাচনী সকল আয়োজন। নির্বাচনী এলাকায় খোলা হয়েছে নির্বাচনী অফিস। অফিসগুলো জমজমাট থাকছে দিনরাত। প্রার্থী সমর্থকরা নির্ঘুম সময় কাটাচ্ছেন। বাসাইলে মোট ভোটার সংখ্যা ১১৯০৭৭। এর মধ্যে পুরুষ ভোটার ৫৬৭৮৬, মহিলা ভোটার ৬২২৯১ জন।
বাসাইল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ২০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত কাজী অলিদ ইসলাম (কাপ পিরিচ), বিএনপি সমর্থিত কাজী শহিদুল ইসলাম (দোয়াত কলম), কৃষক শ্রমিক জনতা লীগ সমর্থিত নাজমুল হুদা খান বাহাদুর (আনারস), সতন্ত্র প্রার্থী আব্দুর রহিম আহমেদ (ঘোড়া), সতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান (মোটর সাইকেল)।
ভাইস চেয়ারম্যান পদে মো. শফিকুল ইসলাম খান (মাইক), মোস্তাফিজুর রহমান বাদশা (বই), মোঃ রফিকুল ইসলাম (টিয়া পাখি), মো. আবুল কাশেম (তালা), মো. মোবারক আলী খানশুর (উড়োজাহাজ), তোফাজ্জল খান (টিউবয়েল), প্রফুল্ল সরকার (টাইপ রাইটার), মো. আব্দুর রউফ (জাহাজ), শেখ উজ্জল (চশমা), এম এ হালিম মিয়া (বৈদ্যুতিক বাল্ব)।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাশেদা সুলতানা রুবি (কলস), রোজিনা মফিজ খান (হাঁস), মিনারা আক্তার (ফুটবল), জবেদা বেগম (প্রজাপতি), মোছা. রেখা বেগম (পদ্ম ফুল)।
বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা জানান। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বিএনপি সমর্থিত প্রার্থী কাজী শহিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী কাজী অলিদ ইসলাম গত পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়নে যে কাজ গুলো করেছেন তা ভোটারদের কাছে তুলে ধরছেন। বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। বাসাইলে বিএনপি ভোটার বেশি দাবি করে বিএনপির সমর্থিত প্রার্থী কাজী শহিদুল ইসলাম বলছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ বলছেন, এলাকার মানুষের সুখ দুখে সব সময় পাশে থেকেছেন। ন্যায় বিচারক ও অন্যায়ের প্রতিবাদ করেছেন সব সময়। ব্যক্তিগত পরিচিতির কারণে বাসাইল উপজেলায় রয়েছে তার বিশাল ভোট ব্যাংক। এ ছাড়াও প্রায় সব রাজনৈতিক দলের সমর্থকরা তার কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। এজন্য আগামী নির্বাচনে তিনিই বিজয়ী হবেন বলে আশা ব্যাক্ত করেন।
সহকারী রির্টানিং অফিসার ও বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শাহীন আরা বেগম, জানান সুষ্ঠু নির্বাচন করতে সকল প্রকার আইনী প্রক্রিয়া সমাপ্তির পথে। বাসাইলে সকল নির্বাচনই সুষ্ঠুভাবে সর্ম্পন্ন হয়েছে এ নির্বাচনও সুষ্ঠুভাবেই হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
টাঙ্গাইলের প্রশাসন কতটুকু সুষ্ঠু নির্বাচন করতে পারে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী ১৯ মে পর্যন্ত। তবে সুষ্ঠু নির্বাচন হবে এমটা আশাই সকলের।
(এমএনইউ/এএস/মে ১৫, ২০১৪)