মংলা প্রতিনিধি : সুন্দরবন সংলগ্ন মংলার পশুর নদীর পশ্চিম পাড়স্থ বানীশান্তা পতিতা পল্লী থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি একনালা বন্দুক ও ৫০ লিটার মদ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মংলা) অপারেশন অফিসার লে: রাহাতুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে বানীশান্তা পতিতা পল্লীতে অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ওই এলাকায় পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা দেশী তৈরি একটি একনালা বন্দুক ও ৫০ লিটার দেশী মদ/বাংলা মদ উদ্ধার করে অভিযানকারীরা।

উদ্ধারকৃত অস্ত্রটি ডাকাতদের ব্যবহৃত বলেও জানায় কোস্ট গার্ড।

বানীশান্তায় অবস্থান নেয়া দস্যুরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় অস্ত্র ফেলে রেখে চলে যেতে পারে বলে এমন আশংকা করছেন কোস্ট গার্ড কর্মকর্তা রাহাতুজ্জামান। উদ্ধার হওয়া বন্দুক ও মদ খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

(জেএইচ/অ/মে ০২, ২০১৫)