মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার দয়াল বাজার এলাকায় বুধবার সন্ধ্যায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত গৃহবধূ হাসিনা বেগম (৩০) জেলার টঙ্গিবাড়ী উপজেলার রান্ধুনী বাড়ি গ্রামের মৃত হামিদ মাঝির মেয়ে।

মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, রাত সাড়ে ৮টার দিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান হয়েছে।

এলাকাবাসী জানায়, ছয় বছর আগে মোহাম্মদ নুরু সরদারের ছেলে শিপনের (৪০) সঙ্গে হাসিনা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে শিপন দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। এ নিয়ে প্রায়ই শিপন হাসিনাকে মারধর করত।

যৌতুক না দেওয়ায় বুধবার সন্ধ্যায় স্ত্রী হাসিনা বেগমকে নিজ ঘরে গলা টিপে হত্যা করে শিপন। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

(ওএস/এইচআর/মে ১৫, ২০১৪)