চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাঞ্চনতলা এলাকায় ট্রাকের ধাক্কায় মো. তাহির ওরফে শাহিন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার সেতাবুর রহমানের ছেলে। সে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় ট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, শাহিন স্থানীয় একটি বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কাঞ্চনতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
(ওএস/পিবি/ এপ্রিল ২৬,২০১৫)