রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি শহরের মানিকছড়ি এলাকায় বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। সেনাবাহিনী-পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজে নিয়োজিত আছেন। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মামুন পেশায় কাপড় ব্যবসায়ী। তার বাড়ি কুমিল্লা কোম্পানীঞ্জ। অপর নিহতের নাম মো. আলমগীর (আলাউদ্দিন)।

জানা যায়, আজ ভোর ৬টার দিকে একটি বাস মানিকছড়ির ব্রিকফিল্ড এলাকায় পৌঁছলে রাস্তার উপর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আচমকা উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মামুন মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে মো. আলমগীরের (আলাউদ্দিন) মৃত্যু হয়। আহত ১৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

(এসসি/পিবি/ এপ্রিল ২৩,২০১৫)