ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর র্যাব ৮এর একটি দল বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটের সময় কোতয়ালী থানাধীন শহরের লক্ষীপুর লাশকাটা ঘরের পশ্চিম পাশে হতে ২০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইলসেট সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের এএসপি মোঃ শামীম কুদ্দুছ ভূঁইয়া এর নেতৃত্বে তাকে ঘেরাওপূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ আলতাফ সরদার (৪০), পিতা-মৃত সিরাজ সরদার, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর বলে জানায়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয়ভাবে জানায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
(এসডি/এএস/এপ্রিল ২২, ২০১৫)