ফরিদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ২৫শে এপ্রিল শনিবার দেশব্যাপি জাতীয় ভিটামিন এ” প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আসছে ২৫শে এপ্রিল শনিবার দেশব্যাপি একযোগে এই ক্যাপসুল খাওয়ানা হবে দেশের ৫ বছর পর্যন্ত সকল শিশুকে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে বুধবার সকাল ১০টায় ফরিদপুরের সিভিল সার্জনের কক্ষে জেলার সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ অসিত রঞ্জন দাস ছাড়াও আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ ফজিলাতুন নেছা, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার মোঃ আলমগীর ফকির, প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা, ইনডিপেন্ডটের জেলা প্রতিনিধি আব্দুল মতিন স্যার, ফরিদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আশিষ পোদ্দার বিমান, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জাহিদ রিপন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, দৈনিক সংবাদ প্রতিদিনের ব্যুরো প্রধান সঞ্জিব দাসসহ জেলার সাংবাদিকগণ।
(ডিসি/পিবি/ এপ্রিল ২২,২০১৫)