মুন্সীগঞ্জে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩৫
মুন্সীগঞ্জ প্রতিনিধি : বুধবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জে এবং সকাল ৯টার দিকে গজরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় একটি শিশু (১১) নিহত ও ৩৫ যাত্রী আহত হয়েছে।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) মোনায়েম জানান, সকাল ১১টার দিকে সিরাজদিখানের ইছাপুরা থেকে একটি নসিমন মিরকাদিম ফেরার পথে বেতকা সড়কের পশ্চিম শিয়ালদি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ওই শিশুটি নসিমনের নিচে চাপা পড়ে।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত শিশুটি দুর্ঘটনা কবলিত নসিমনের হেলপার ছিল বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার দড়ীবাউশিয়া এলাকায় কুমিল্লাগামী এশিয়ান লাইনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা ৩৫ যাত্রী কম বেশি আহত হয়।
আহতদের ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু বক্কর সিদ্দিক।
(ওএস/অ/মে ১৪, ২০১৪)