চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ এলাকা থেকে দুই হাজার ৫৮১ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার সকালে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক ব্যাক্তিরা হলেন- শিবগঞ্জ উপজেলার হঠাৎপাড়ার বাসিন্দা বাসচালক ফজুর রহমান (৩৯) ও তার সহযোগী ওহিদুর রহমান(২৮)।
র্যাব-পাঁচ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালায় র্যাব। এসময় ১৩টি বস্তায় দুই হাজার ৫৮১ বোতল ফেনসিডিল পাওয়ায় বাসের চালক ফজুর ও সহযোগী ওহিদুরকে আটক করা হয়।
র্যাব-পাঁচ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি কামরুল আহসান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(ওএস/পিবি/এপ্রিল ২১, ২০১৫)