চাঁপাইনবাবগঞ্জে নদীর পাড় ধসে ২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর তিন নম্বর বাঁধ এলাকায় পদ্মা নদীর পাড় ধসে দু’জনের মৃত্যু হয়েছে।
রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উজিরপুর ইউনিয়নের বাবুপুর বাইড়া পাড়ার মৃত নুরসেদ আলীর ছেলে সেরাজুল ইসলাম (৪০) ও একই এলাকার তপুরুদ্দিনের ছেলে খুদু আলী (৩০)।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো রবিবার ভোর ৪টার দিকে বাঁধের ভাঙন রোধে তীরে ফেলা জিও ব্যাগ সংগ্রহ করতে বাড়ির পাশের নদীতে নামেন সেরাজুল ও খুদু। এসময় আকস্মিকভাবে নদী তীরের একখণ্ড মাটি ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
দীর্ঘক্ষণ পার হলেও তারা ফিরে না আসায় সকালে বাড়ির লোকজন তাদের খুঁজতে নদীর পাড়ে গিয়ে শুধু কোদাল দেখতে পায়। পরে তারা স্থানীয়দের সহায়তায় ধসে পড়া মাটি সরিয়ে নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
সকাল সাড়ে ৮টার দিকে এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
(ওএস/পিবি/ এপ্রিল ১৯, ২০১৫)