ভাঙ্গায় খেলাকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর বাজারে কেরামবোর্ড খেলার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে মামুন শিকদার (২৫) নামক এক ব্যক্তি ফারুক ফকির (২৫)কে কুপিয়ে হত্যা করে। এসময় আক্রমণ ঠেকাতে গেলে মামুন আরও দুই ব্যক্তি আক্তার খালাসী (৩০) ও জুয়েল (১৮)কে কুপিয়ে জখম করে। এসময় এলাকার লোকজন ঘাতক মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে।
এলাকাবাসী ও ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, একই সাথে কেরাম খেলছিল মামুন, ফারুক, আক্তার ও জুয়েল। টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাহাড়া গ্রামের ইউসুফ শিকদারের ছেলে মামুন শিকদার সঙ্গে থাকা চাকু দিয়ে আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের শাহা ফকিরের ছেলে ফারুকের পেটে কোপ দেয়। এসময় গুরুতর আহত ফারুককে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মামুনের কোপে আহত আক্তারকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত ফারুকের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা করছে।
(এডি/পিবি/ এপ্রিল ১৬,২০১৫)