ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পসরা গ্রামের একটি পুকুর থেকে আজম শেখ (১৪) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

আজম ওই গ্রামের ফরিদ শেখের ছেলে ও স্থানীয় আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ালেখা করতো।

জানা গেছে, সকালে স্থানীয় আব্দুল আজিজ স্কুলের পাশের একটি পুকুরে বস্তা ভেঁসে উঠতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গত দুই দিন ছেলেটি নিখোঁজ ছিল। উদ্ধারের সময় লাশের গলায় তার গায়ের গেঞ্জি পেচানো ছিল। এতে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।

(ওএস/পিবি/ এপ্রিল ১৬, ২০১৫)