ফরিদপুরে মাদক ব্যবসায়ী শহিদ আটক
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মাদক ব্যবসায়ী শহিদ ঠাকুরকে আটক করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। বুধবার সকালে গোপন সংবাদের ভিক্তিতে কোতয়ালী থানা পুলিশের এসআই নাসির হোসেন শহরতলীর বাহিরদিয়ার শ্যাম সুন্দরপুর এলাকায় অভিযান চালায়ে তাকে আটক করে।
আটককৃত শহিদের পিতার নাম সামাদ ঠাকুর। আটক হওয়ার সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, শহিদ ঠাকুর এলাকার বড় ধরনের একজন মাদক ব্যবসায়ী। সে এলাকায় মাদক সম্রাট হিসাবে পরিচিত। শহিদ ঠাকুরের ভয়ে এলাকার কেউ কোন কথা বলতে সাহস পায়না। শহিদ ঠাকুরকে আটকের পর এলাকার মানুষ উল্লাস প্রকাশ করেছে। একই সময় হেলাল মোল্যা নামের আরেকজনকে আটক করা হয়েছে। আটক শহিদ ঠাকুরের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রয়েছে।
(এসডি/পিবি/ এপ্রিল ১৫,২০১৫)